৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা

আবু রায়হান পোরশা(নওগাঁ) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় ৪টি কেন্দ্রে পরিক্ষা শুরু হয়েছে,এর মধ্যে পোরশার নিতপুর সদরে ৩টা কেন্দ্রের ,১/শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ২/ নিতপুর স্কুল & কালেজ ও ৩/নিতপুর দারুস সুন্নাহ ফাযিল মাদরাসায়,ও সদরের বাহিরে কুড়িদহ উচ্চ মুখী স্কুল।
মোঃ নাজমুল হামিদ রেজা স্যারের নেতৃত্বে বিশৃঙ্খল মুক্ত পরিক্ষা হয়,এতে মোট পরিক্ষার্থী সংখ্যা ১,২২৫ জন অনুপস্থিত ০১জন।

নিতপুর পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষার্থী মোট সংখ্যা ৩১৩,ছাত্র সংখ্যা ১৮৯,ছাত্রী সংখ্যা ১২৪,

নিতপুর স্কুল এন্ড কলেজে পরিক্ষার্থী মোট সংখ্যা ৪১৮
ছাত্র সংখ্যা ২২১,ছাত্রী সংখ্যা ১৯৭,অনুঃ০১ জন

নিতপুর দারুস সুন্নাহ ফাযিল মাদ্রাসায় পরিক্ষার্থী মোট ৪৯৪,ছাত্র সংখ্যা ২৫১,ছাত্রী সংখ্যা ২৪৩।
নওগাঁর পোরশার পরিক্ষা কেন্দ্র গুলোতে সুষ্ঠ পরিক্ষা হওয়াই ছাত্র ছাত্রীর মুখে হাসি,
ও ধন্যবাদ জানায় পোরশার ইউ এন ও স্যারকে।

সারাদেশে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। সকাল ১০টায় শুরু হয়ে ১.০০টায় শেষ হয়।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়েছে।
১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের জন্য তারিখ পিছিয়ে যাওয়ায় ৩ ফেব্রুয়ারি পরীক্ষা পুননির্ধারণ করা হয়,

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031