৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ।

ঝালকাঠি নাগরিক ফোরামের আয়োজনে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী ০১/০২/২০২০ইং তারিখ শনিবার সকালে আলোচনা সভা, কেককাটা ও বর্নাঢ্য র‍্যালীর মধ্য দিয়েই জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জোহর আলী বলেন, জেলার নানা সমস্যা সম্ভাবনায় নাগরিক ফোরাম সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরতে পারেন। তিনি নাগরিক ফোরামের গৃহীত কর্মকান্ডকে স্বাগত জানান।

বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ও ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় নাগরিক ফোরাম সহসভাপতি এবিএম মুছার পবিত্র কোরআন থেকে তেলোয়াত, ও ঝালকাঠি নবগ্রাম ইউনিয়ন শাখার সদস্য সচিব অমরেশ রায় চৌধুরীর গীতা পাঠের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

নাগরিক ফোরাম সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথমার্ধের কার্যক্রম শুরু হয়ে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক জোহর আলী প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। জেলা প্রশাসকের কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথমার্ধের মধ্যে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সম্মুখে গ্যাস বেলুনের সাথে সংযুক্ত ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ফেষ্টুন আকাশে উড়িয়ে দ্বিতীয়ার্ধের কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বনার্ঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‍্যালীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেসক্লাব সহ-সভাপতি দুলাল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সভাপতি এসএম মিজানুর রহমান, ইসরাত জাহান সোনালী, আবু সাঈদ খান, এমএ মুসা, দীপু লাল দাস, ইউসুফ আলী মোল্লা, মোসলেম আলী সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: মো: জহিরুল ইসলাম বাদল, মাহফুজুর রহমান, সহ-সম্পাদক এম জাকির হোসেন, ডালিয়া নাসরিন, অমরেশ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পিনু আকতার নদী, কোষাধ্যক্ষ মো: রুহুল আমীন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ খলিফা, এইচএম গিয়াস উদ্দিন, মশিউর রহমান ভুলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান, উপ-প্রচার সম্পাদক ইমাম হোসেন বিমান, রানা মৃধা, নাগরিক ফোরাম নেতা শাহাদাত হোসেন মনু, আব্দুল হক বয়াতি, আতিকুর রহমান, কুদ্দুস মোল্লা, (সার্জেন্ট অবঃ) মো: সাইদুল হক, রফিকুল ইসলাম মৃধা, ফাতেমা আকতার মুক্তা, রুবেল খান, নাজমা বেগম, হাসিনা আকতার, সৈয়দ রুবেল, শাকিল রনি, শাকিল হাওলাদার রনি, উজ্বল রহমান, মাহাবুব আলম খান সুমন ও শহিদুল ইসলাম প্রমুখ।

অপরদিকে জেলা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একযোগে ঝালকাঠি জেলা নাগরিক ফোরামের রাজাপুর উপজেলা শাখা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আহসান হাবিব সোহাগের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। রাজাপুর নাগরিক ফোরাম কতৃক আয়োজিত জেলার প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা, কেক কাটা র‌্যালীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031