৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইদহ জোহান ড্রিম পার্কে বেনাপোল ২০০৩ এস এস সি’র বনভোজন ও পূর্ণমিলনী পালিত

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
ঝিনাইদহ জোহান ড্রিম পার্কে বেনাপোল ২০০৩ এস এস সি’র বনভোজন ও পূর্ণমিলনী পালিত

কামাল হোসেন, বেনাপোল থেকে: বেনাপোল হাই স্কুলের ২০০৩ এস এস সি’র ব্যাচ বনভোজনের ও পূর্ণমিলনী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি )সকাল ৭ , টার সময় বনভোজনের উদ্দেশ্যে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ সালের এস এস সি’র ব্যাচ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় মুল ফোটক থেকে পূর্ণমিলনী ও বনভোজনের উদ্দেশ্যে বাস ছাড়া হয় ।

এই আয়োজনের অন্যতম পরিশ্রমই বন্ধু শাহীন সোহাগ , মিলন হোসেন বলে। গত বছরের মতো এ বছরও দেশ-বিদেশ এবং বিভিন্ন কর্মরত থাকা বন্ধুরা আমাদের ডাকে সাড়া দিয়েছে। আরও বলে আমরা যারা ২০০৩ সালের এস এস সি’র ব্যাচ ছিলাম ।

আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা হিসাবে দেশ ও বিদেশেও সুনামের সাথে কাজ করছে বলে জানায়, পরিশ্রমই বন্ধু মোঃ শাওন , বলে। কেউ কাস্টম অফিসার , শিক্ষক ,আর্মি ক্যাপটেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিএন্ডএফ ব্যবসায়ী, সিএন্ডএফ কর্মচারী ,ডাক্তার, সাংবাদিক ,গাড়িচালক , সাধারণ ব্যবসায়ী, ও সমাজসেবক, কৃষক কাজ হিসেবে কাজ করে যাচ্ছে বলে জানায়।

আরও বলে গত বছর আমরা মুজিবনগর গিয়েছিলাম এবার আমাদের অনুষ্ঠান আরো জমজমাট করার লক্ষ্যে বিভিন্ন আয়োজনের ব্যবস্থা নিয়েছি । আমরা ঝিনাইদহ জোহান ড্রিম পার্কে কনসার্টের আয়োজন করেছি এবং সেখানে নামিদামি শিল্পীরা আসছেন নামিদামি শিল্পীরা কনসার্ট করবেন বলে জানায়।

শাহিন সোহাগ ও মিলন হোসেন জানায় এ আয়োজনে সার্বিক সহযোগিতায়, বাবলুর রহমান, নুরুজ্জামান , হিরন, তাজমুল, সাইদুর, একরামুল , শাহিন সোহাগ, শাওন,আব্দুস সাত্তার , সাইক, মিলন হোসেন, মহিন, মহাসিন, কামাল হোসেন , আরো অনেকেই আছে ।

মোঃ কারুজ্জান বাবলু, তাজমুল ইসলাম, মোঃ হিরন,জানাই আমাদের মধ্যে যেসব বন্ধুরা অসচ্ছল অবস্থায় আছে তাদের জন্য আমরা সকল বন্ধু মিলে তাদের জন্য কিছু করতে চাই
পাশাপাশি সমাজের জন্য কছু করতে চাই আমরা বন্দুরা মিলে সমাজের অসহায় গরীব দুঃখী মানুষের পাশে থেকে তাদেরকে সেবা করতে চাই।

এইজন্য আমাদের অনুষ্ঠানের পরে আমরা একটা দরিদ্র ফান্ড তৈরি করব সেই দরিদ্র ফান্ড থেকে অসচ্ছল বন্ধুদের সহযোগিতার পাশাপাশি সমাজের অসহায় গরীব দুঃখী মানুষ যারা আছে তাদের পাশে আমরা সকল বন্দু থাকবো।
ইনশাল্লাহ ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031