
আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
চট্রগ্রাম নগরের চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকায় আল আমিন বারিয়া মাদরাসার সামনে এক দোকানে আগুন লেগেছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাহির সিগন্যাল আল আমিন বারিয়া মাদরাসার সামনে সড়কের পাশে এক দোকানে আগুন লাগে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনেন।