২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৯
চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের মৎস্য সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান ওরফে জিয়ার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম আজ বুধবার সন্ধ্যা ৬টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের আব্দার হোসেন (৪২), ইউনুস আলী (৫২) ও মুনিয়ার মন্ডল (৪৭) এবং পাশের রামদিয়া গ্রামের মো. সলক (৫০) ও কবির আলী জোয়ার্দ্দার (৩২)।মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল ভোররাত সাড়ে ৩টার দিকে বাওড় পাহারা দিয়ে ফেরার পথে জিয়াউর রহমান ওরফে জিয়ারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিনই জিয়ারের ভাই আসাদুল মন্ডল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এ মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত মামলায় ১৯ জন স্বাক্ষীকে পরীক্ষা করেন। মামলা পর্যালোচনা শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30