৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নাগরপুরে আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
নাগরপুরে আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ কলেজছাত্রী ধর্ষণের বিচার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন কলেজছাত্রীর বাবা সাহাবউদ্দিন।

গত ১৯ নভেম্বর টাঙ্গাইলের নাগরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ৩০ ডিসেম্বর এর মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

মামলার আসামীরা হলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, নাগরপুর উপজেলার আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রংগু, বিএনপি নেতা সাহাবুদ্দিন দুলাল, দুবড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান শাকিল ও ধুবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মতি।

মামলার বিবরনীতে জানাযায়, ১২ জুলাই ২০১৮ সাটিয়াগাজি গ্রামের জুয়েল পিতা জবেদার কলেজ পড়ুয়া ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে আত্মীয়ের বাড়িতে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনার পর ছাত্রীর বাবা নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সাথে তার বাড়িতে দেখা করে এর প্রতিকার চান। কারণ উইলিয়াম খুবই প্রভাবশালী, ধর্ষক জুয়েল তার কর্মচারি ও অন্যান্য সহযোগীরা তার কাছের লোক। তিনি প্রতিকার করবেন তো দূরের কথা উল্টো ছাত্রীর বাবাকে বলে দিলেন, এরকম ঘটনা হয়েই থাকে। তুমি এ নিয়ে বাড়াবাড়ি করিও না, করলে সুবিধা করতে পারবে না।

এই উইলিয়ামের প্রভাবেই নাগরপুর থানা পুলিশ ধর্ষণের মামলা গ্রহণ করেননি। নিরুপায় হয়ে কলেজছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল টাঙ্গাইল আদালতে মামলা করেন। পরে মামলা তুলে নেয়ার জন্য আসামীরা বাদিকে একের পর এক হুমকি দিয়ে আসে। উইলিয়ামের হস্তক্ষেপে নাগরপুর থানা পুলিশ মামলার প্রথম তদন্তে পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে সিআইডি এ মামালাটি তদন্তভার গ্রহণ করেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আর সে কারণেই উইলিয়ামসহ অন্যান্য আসামীরা ধর্ষণ মামলার আসামীদের বাঁচানোর জন্য সক্রিয় হয়ে উঠে এবং কূটকৌশল চালাতে সচেষ্ট হয়ে পড়েন।

এ কূটকৌশলের অংশ হিসেবে ঘটনার পটভূমি তৈরির জন্য ৩০ অক্টোবর বিকেলে উইলিয়াম ও রফিকুল ইসলাম রংগুর নেতৃত্বে শফিকুর রহমান শাকিলের বাড়িতে আসামীরা মিটিং করেন এবং উপস্থিতি দেখিয়ে সাদা কাগজে লোকজনের স্বাক্ষর গ্রহণ করেন। ২ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় ব্দ্দুু মিয়ার বাড়িতেও এক সভা করা হয়। সর্বশেষ ইউনিয়ন পরিষদের অফিস ভবনে মিটিং করে ধর্ষণের ঘটনা সম্পর্কে দু’টি মিথ্যা নতুন তথ্য পরিষদের প্যাডে লিখে তা পত্র আকারে পরিবেশন ও প্রচার করেন। প্রচারের অংশ হিসেবে পত্রটি ডিসি, এসপি, ইউএনও, ওসি, জেলা বার সমিতি ও বিভিন্ন বাজারে বিলি করেন। নারী নির্যাতন মামলার আসামীরা যে ধর্ষণ ও অপরাধে জড়িত তা জানা সত্বেও ইউপি চেয়ারম্যান ও পলিসি মেকারগণ এই অসভ্য ও বর্বর কাজগুলো করে আসেন।

ধর্ষণ মামলার আসামীদের বাঁচাতে তারা যেসব পদক্ষেপ গ্রহণ করেন এসবের মধ্যে হলো, ধর্ষণ মামলার বাদি ভিকটিম ও তার মা নির্জন বাড়িতে বসবাস করে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা করেন। ভিকটিম ও তার মাকে যদি দেহ ব্যবসায়ী বানানো যায় তবে ধর্ষণের অভিযোগ থেকে অপরাধীদের বাঁচানো যাবে। এক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ উধাও করার উদ্দেশ্যে একই পত্রে আরও একটি মিথ্যা নতুন তথ্য পরিবেশন করে প্রচার করেন যে বাদী ও তার পরিবারকে ২৫ নভেম্বর তারিখের মধ্যে বাসস্থান হতে যদি চলে না যান তবে উত্তেজিত জনতা বাড়িঘরে আক্রমণ করবে। মান ইজ্জত ও হামলার ভয়ে তখন মামলার সাক্ষীরা পালিয়ে যাবে। সাক্ষ্য প্রমাণের অভাবে তখন অপরাধীদেরকে বাঁচানোর পথ সুগম হবে।

এ ব্যাপারে জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, আমার মানক্ষুন্ন করতে এ মামলা করা হয়েছে। মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031