৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে ইতি মধ্যে শুরু করেছে!

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ৮, ২০১৯
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে ইতি মধ্যে শুরু করেছে!

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ

পটুয়াখালী জেলার উপকূলীয় অন্চল গুলোতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়তে ইতি মধ্যে শুরু করেছে, উপকূলীয় গলাচিপা উপজেলায়।

 

বৃহস্পতিবার (৭নভেম্বর) রাত ১১টা থেকে মাঝে মাঝে হালকা দমকা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা দমকা বাতাস বইতে শুরু করেছে।

 

উপকূলীয় জেলেরা ঘূর্ণিঝড়ের বার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে গলাচিপার তীরে ফিরতে শুরু করেছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবলায় গলাচিপা উপজেলায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় উপজেরা নির্বাহী অফিসারের কার্যালয় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরী সভায় (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

 

তিনি জানান, ইতিমধ্যে উপজেলার সবকটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখতে বলা হয়েছে। অপেক্ষাকৃত দুর্যোগ ঝূঁকিপূর্ণ ইউনিয়ন চরকাজল, চরবিশ্বাস, পানপট্টি, গলাচিপা সদর ইউনিয়ন এবং চরবিশ্বাস ইউনিয়নের দ্বীপচর চরবাংলা, গলাচিপা ইউনিয়নের দ্বীপ চরকারফারমায় অতিরিক্ত নজরদারির মধ্যে রাখা হয়েছে।

 

এসব ইউনিয়ন ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সরকারি বেসরকারি উঁচু ভবনগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। গবাদি পশু যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেয়া যায় সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া শুকনো খাবার ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। উপজেলা সদরে কন্ট্রোল রুম খুলে সবকিছুই তদারকি করা হচ্ছে।

 

এবিষয় বরিশাল বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হালিম মিয়ার সাথে মুঠোফোনে কথা বলতে গেলে তিনি প্রতিবেদক’কে জানান উপকুলীয় দক্ষিন অন্চলের সমুদ্র বন্দরকে ৪ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদী বন্দরে ২ নাম্বার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরো বলেন রাতে মাজারী বৃষ্টি সহ ভারী বৃষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া তিনি আরো বলেন ৯ নভেম্বর সন্ধা নাগাদ প্রলয়কারী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানান।

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, অফিসার ইনচার্জ আখতার মোর্শেদসহ কৃষি বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031