২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চৌহালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
চৌহালীতে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

রমজান প্রামানিক,চৌহালী (সিরাজগন্জ) প্রতিনিধিঃ দেশব্যাপী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের সময়মতোই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে।

অনেক পরীক্ষার্থীকেই কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায় অভিভাবকদের। আজ শনিবার সকাল ১০টায় জেএসসির প্রথম দিনে বাংলা এবং জেডিসির প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা শুরু হয়।

জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।

ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

চলতি বছর মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

এ বছর চৌহালীতে মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত কেন্দ্র এ আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৬৪৮ অনপস্থিত ১৯ জন,চৌহালী বালিকা উচ্চ বিদ্যালয় বি, ছাত্র/ছাত্রী সংখ্যা ৬১৩ অনপস্থিত জন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৯১৪ অনপস্থিত ১৯ জন, এনায়েতপুর মেহের-উননেছা উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ১২৪২ অনপস্থিত ১২ জন, চৌহালী খাষকাউলিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ১ ছাত্র/ছাত্রী সংখ্যা ৫৪৮ অনপস্থিত ১০৫জন, এনায়েত পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২ ছাত্র/ছাত্রী সংখ্যা ২৭৫ অনপস্থিত ১৭ জন, তবে চলমান পরীক্ষার কেন্দগুলো ঘুরে যমুনা প্রতিদিনকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ বলেন ,চৌহালীতে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে ।

কেন্দ্র গুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনাই এসময়ে উপস্হিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো:ফারুক হোসেন ও ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031