৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

লক্ষ্মীপু‌রের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনু‌ষ্ঠিত

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
লক্ষ্মীপু‌রের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনু‌ষ্ঠিত

ওমর শা‌কিল,লক্ষ্মীপুর জেলা প্র‌তিনি‌ধি::

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে সদর
উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্যোগ নেয়।

চন্দ্রগঞ্জ থানা হওয়ার ৫ বছর পর এটি ছাত্রলীগের প্রথম সম্মেলন।

সম্মেলনের নেতৃত্ব নির্বাচনে লিখিত পরীক্ষা ও মাদকাসক্ত নির্ণয়ে ডোপ টেস্টের মাধ্যমে পদপ্রত্যাশীদের যোগ্যতা যাচাইয়ের পর কমিটি গঠনের সিদ্ধান্ত রয়েছে।তাই স‌ম্মেল‌নে সকল পদপ্রত্যাশীদের সনদপত্র ও জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন
চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন, বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম চৌধুরী, রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক নাজিম
উদ্দিন প্রমুখ।

সম্মেলনের উদ্বোধন করেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

বক্তারা বলেন,ছাত্রলীগ এক‌টি আদর্শ সংগঠন।তাই মেধাবীরাই ছাত্রলীগ করে, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠন হ‌লো ছাত্রলীগ।

বক্তারা আ‌রো ব‌লেন, যারা পড়া‌শোনা ক‌রে তা রা‌জ‌নী‌তি কর‌তে পারে আর যারা পড়া শোনা ক‌রেনা তারা রাজনী‌তি কর‌তে পা‌রেনা।

এখানে অছাত্র-মাদকসেবীদের স্থান নেই। ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজিতে কখনোই জড়াবে না। ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় অসহায় শিক্ষার্থীদের পা‌শে দাঁড়ায়।

নেতাকর্মী তারা পড়লেখার পাশাপাশি জনকল্যাণে কাজ করে। ছাত্রলী‌গের মেধাবী নেতাকর্মীরাই আগা‌মি দি‌নে বঙ্গবন্ধুর স্ব‌প্নের সোনার বাংলা‌দেশ গড়ার কা‌রিগর।

প্রসঙ্গত, ২০১৪ সালে লক্ষ্মীপুরে ৯টি
ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়।

এরপর থেকে এতে আহ্বায়ক কমিটি দিয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ এ সম্মেলনের উদ্যোগ নেয়।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30