২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পলাশবাড়ি উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের রফিকুল চেয়ারম্যানকে সাময়িক অব্যহতি

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২৪
পলাশবাড়ি উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের রফিকুল চেয়ারম্যানকে সাময়িক অব্যহতি

Sharing is caring!

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: নারী-শিশু নির্যাতন আইনের মামলায় বিজ্ঞ আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক) কে সাময়িক ভাবে চেয়ারম্যান পদ হতে অবহ্যতি প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক পত্রে তাকে ২১ মার্চ বৃহস্পতিবার এ সাময়িক অব্যহতি প্রদান করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম ।

স্থানীয় সরকার বিভাগের এক আদেশে সাময়িক অব্যহতি প্রাপ্ত বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক) উপজেলার বরিশাল ইউনিয়নের মৃত তমিজ উদ্দিন ফেলো মাহমুদের ছেলে।

উল্লেখ্য, বিয়ে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষন করার অভিযোগে নারী-শিশু নির্যাতন আইনে গত ৬ অক্টোবর ২০২১ ইং তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং-০৯/৬-১০-২০২১ মামলাটি দায়ের করেন পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আকতার। সে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বাসিন্দা।