৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

চট্টগ্রামে ১৫ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক ১।

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৪
চট্টগ্রামে ১৫ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক ১।

তালহা চৌধুরী রুদ্র: খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।

এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার সদর ও পানছড়ি থানার দুইটি চৌকস টিম গত ৬ ফেব্রুয়ারি রাতে ভিন্ন ভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) টাকা মূল্যের বিদেশী ব্র্যান্ডের সিগারেট জব্দ ও ১ আসামী কে আটক করে।

পুলিশ বাদী হয়ে উভয় থানায় পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে।

সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে উদ্ধারকৃত সিগারেটের মধ্যে সাতটি বস্তায় ভর্তি বিদেশী MOND GREEN APPLE ব্রান্ডের ৪৩০ (চার শাত ত্রিশ) কার্টুন সিগারেট এবং MOND STRAWBERRY ব্রান্ডের ৯০ (নব্বই) কার্টুন সিগারেট সর্বমোট ৫২০ (পাঁচ শত বিশ) কার্টুন সিগারেট জব্দ করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মালিক দৌড়ে পালিয়ে যায়।

যার আনুমানিক মূল্য ১০,৪০,০০০/- (দশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।

এবং পানছড়ি থানা পুলিশ ১৫০ (একশত পঞ্চাশ) কার্টুন ORIS PREMIUM QUALITY BLEND ব্র্যান্ডের বিদেশী সিগারেট যাহার মূল্য ৪,৬০,০০০/- (৪ লক্ষ ষাট হাজার) টাকা।

সর্বমোট ৬৭০ (ছয়শত সত্তর) কাটুন সিগারেট যাহার আনুমানিক মুল্য ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা।

সিগারেট চোরাচালানের সাথে জড়িত বিমল চাকমা নামে একজনকে আটক করে পানছড়ি থানা পুলিশ।

বিমল চাকমা পানছড়ি থানার, লোগাং ইউনিয়নের চান্দি টিলা এলাকার ভূবন্তু চাকমার ছেলে।

৭ ফেব্রুয়ারি খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের জানান, মাদক দ্রব্য সেবন ও সরবরাহ, ছিনতাই,চোরাচালান ও চোরাকর্বারী দের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031