Sharing is caring!
চাটখিলে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাজের মানববন্ধন
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। বুধবার (২১জুন) দুপুর ১২টা ৩০মিনিটের দিকে চাটখিল উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করে। সাংবাদিকদের নিরাপত্তা কোথায়, সঠিক সংবাদ প্রকাশ করেও সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হয়েছে। সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করায় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে চাটখিলের ৪টি সাংবাদিক সংগঠনের কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।