২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হালকা মোটরযানের ২০১৭- ২০২২ কার্যকরী কমিটিকে বিদায়ী সম্মাননা

প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
চট্টগ্রামে হালকা মোটরযানের ২০১৭- ২০২২ কার্যকরী কমিটিকে বিদায়ী সম্মাননা

Sharing is caring!

মোঃ সফিউল আজম রুবেল প্রতিনিধি:

“চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন” রেজিঃ নং ২২৬০’র কেন্দ্রীয় কমিটির ২০১৭-২০২২ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম হালকা মোটরযান চালক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটি।

বৃহস্পতিবার (১৯ই জানুয়ারী) ২০২৩ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন সিডিএ এভিনিউ নাসিরাবাদে সংগঠনের নিজস্ব কার্যালয়ে, হালকা মোটরযানের বর্তমান নব-নির্বাচিত কার্যকরী কমিটির উদ্যোগে বিগত কমিটির বিদায়ী সম্মাননার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘বিএলএফ’ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ‘বিভাগীয় শ্রম আদালত-২’র সদস্য আবু আহমেদ মিয়া। অনুষ্ঠানে সম্মাননা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হালকা মোটরযানের সাবেক কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো.সামছুল ইসলাম আরজু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুদু ও সিনিয়র সহ-সম্পাদক এম.এ হাকিম প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে আবু আহমেদ মিয়া শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, সংগঠনকে আরও মজবুত করতে হলে, সম্মাননা অনুষ্ঠানে সাবেক নেতৃবৃন্দকে বর্তমান কার্যকরী কমিটি সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে নেতৃত্বের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। তাই,চালক শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন, শ্রমিকদের বিশ্বস্ততার প্রতীক হিসাবে “চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন” সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে চালক শ্রমিকের অধিকার আদায়ের পথকে সুগম করবে ।

অনুষ্ঠানটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায়ী কমিটির সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্তমান কমিটির কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো.আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন তাপস, যুগ্ম-সম্পাদক মো. আমির হোসেন, সিনিয়র সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহেল,সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন, অর্থ- সম্পাদক মো.নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বজলুর রহমানসহ বর্তমান কার্যকরী কমিটির অন্যান্যরা।

সম্মাননা অনুষ্ঠানের সর্বশেষে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের বিদায়ী নেতৃবৃন্দদের হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেন সংগঠনের সভাপতি মো. সেলিম মিয়া এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।