২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহানগর আ’লীগের কার্যকরী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীনকে ভারমুক্ত করার প্রস্তাব

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০
মহানগর আ’লীগের কার্যকরী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীনকে ভারমুক্ত করার প্রস্তাব

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী আগামী কাউন্সিল পর্যন্ত তাঁকে সভাপতি হিসেবে পদায়নের প্রস্তাব উত্থাপন করেন।

 

এসময় সভায় উপস্থিত দলের নেতাকর্মীরা সর্বসম্মতক্রমে এই প্রস্তাব সমর্থন করেন। এই প্রস্তাব লিখিত আকারে কেন্দ্রে পাটানোর সিদ্ধান্ত হয়।

 

এসময় আ.জ.ম নাছির উদ্দীন চট্টগ্রাম বলেন, তূণমূল স্তরে দলের পরিচ্ছন্ন তূণমূল স্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যে সিদ্ধান্ত পৌছে দেয়া হয়েছে তা কার্যকরণ করে দলের ভিত্তিকে সুদৃঢ় করতে হবে।

 

সভায় সভাপতির ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে জাতির সকল ক্রান্তিকাল উত্তরণের পরিত্রাণকারী কান্ডারী।

 

আজ করোনাকালে একইভাবে জীবন-জীবিকাকে সচল রেখে অর্থনীতিকে গতিশীল রেখেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই গতিশীল প্রবাহের সক্রিয় মূলধারা। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন সাংগঠনিক নির্দেশনা ও সেপ্টেম্বর মাসে দলীয় কর্মসূচি উপস্থাপন করেন।

 

কর্মসূচিগুলো হলো ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর ৪১নং ওয়ার্ড পতেঙ্গায় চলমান বৃক্ষরোপণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান, ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বর্ধিত সভা, ২১ সেপ্টেম্বর সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগৈর প্রাক্তন সভপাতি মন্ত্রী মরহুম এম এ মান্নান, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী ও ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন।

 

এ সকল কর্মসূচির সকল আনুষ্ঠানিকতা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়মী লীগ বিশাল রাজনৈতিক দল।

 

এই দলের অর্জনও অনেক। এতে ঈর্ষান্বিত হয়ে দলের ভাবমূর্তির সংকট তৈরীর জন্য কিছু অনুপ্রেবেশকালীর ভীড় বেড়েছে। তাদের কাছ থেকে সর্তক থাকতে হবে। তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রেখে এক ও অভিন্ন হয়ে কাজ করলে সকল অপশক্তির ষড়যন্ত্র ব্যর্থ হবে।

 

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলহাজ্ব বদিউল আলম, এম এ রশীদ, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ শমসের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, মানস রক্ষিত, জোবায়েরা নার্গিস খান, দেবাশীষ গুহ বুলবুল, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মোহাম্মদ আবু তাহের, ডা: ফয়সাল ইকবাল চৌদুরী, শহীদুল আলম, জহরলাল হাজারী, নির্বাহী সদস্য এম এ জাফর, আবুল মনসুর, নুরুল আমিন শান্তি, সৈয়দ আমিনুল হক, আলহাজ্ব দোস্ত মোহাম্মদ, কামরুল হাসান বুলু, গাজী শফিউল আজিম, গোলাম মোহাম্মদ চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, ড. নেছার উদ্দিন মনজু, হাজী বেলাল আহমদ, মোরশেদ আখতার চৌধুরী।

 

সভার শুরুতে করোনাকালে দলীয় নেতাকর্মী দেশে-বিদেশের সকল প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031