২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের শ্রীপুরে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত গণিতের স্যার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৬ জুলাই মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে (১৫ জুলাই) সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা এলাকার আহমদ ফিলিং স্টেশনের সামনে এক মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি।
নিহত আশরাফুল ইসলাম (৫৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত শামসুদ্দিন মাস্টারের ছেলে। তিনি ধনুয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের ভাগিনা মহসিন আলম জানান, গতকাল সন্ধ্যার পূর্ব মুহূর্তে মামা আশরাফুল ইসলাম কিছু কেনার জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে পশ্চিম পাশের একটি দোকানে যান। দোকানের কাজ শেষে পূর্ব পাশে নিজ বাড়ীতে আসার জন্য মহাসড়ক পারপার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আশরাফুল ইসলাম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনায় আলহেরা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটায় মারা যান তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে