২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনায় স্থগিত হলো ওমরার যাত্রীদের প্রবেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২০
করোনায় স্থগিত হলো ওমরার যাত্রীদের প্রবেশ

Sharing is caring!

মনির সরকার, বিশেষ প্রতিনিধি :-

করোনায়ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। চীন থেকে শুরু হওয়া এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে ইউরোপেও। যার প্রভাবে পড়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কাতেও। করোনাভাইরাসের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ওমরা হজ্জ্ব।

 

 

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

 

 

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

 

 

চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৩ জন।