২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে ভারতীয় বাহিনীর ওপর গ্রেনেড হামলা, আহত ৬

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
কাশ্মীরে ভারতীয় বাহিনীর ওপর গ্রেনেড হামলা, আহত ৬

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক : এখনও অশান্ত ভূস্বর্গ কাশ্মির। শ্রীনগরের করণ-নগর এলাকায় ভারতের কেন্দ্রীয় বাহিনী-সিআরপিএফ এর ওপর গ্রেনেড হামলায় আহত হয়েছেন ৬ সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন সিআরপিএফ-এর মুখপাত্র পঙ্কজ সিং।

তিনি জানান, একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য।

পাক সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর টুইটে জানান, গেল ২৭ ফেব্রুয়ারি থেকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে ৬০ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

আহত হয়েছেন অনেকে। ধ্বংস করা হয়েছে বেশ কিছু সামরিক স্থাপনা।