১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মাগুরার শ্রীপুরের আলোচিত সেই স্কুল শিক্ষক আটক, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩
মাগুরার শ্রীপুরের আলোচিত সেই স্কুল শিক্ষক আটক, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মোঃ শহিদুল ইসলাম বাবু:মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পুলিশের হাতে আটককৃত সেই শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে। গত রোববার (১৫ অক্টোবর) রাতের আঁধারে বিদ্যালয়ে ঢুকে নিজের কক্ষের তালা ভেঙে মালপত্র বের করার সময় পুলিশের আটক হন তিনি। এরপর সোমবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়।

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউসুফ আলী জানিয়েছেন, প্রধান ফটক বন্ধ থাকায় গত রোববার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অভিযুক্ত শিক্ষক কে এম রোকন উজ-জামান সুইট নদীর কুল দিয়ে বিদ্যালয়ের ভিতরে ঢুকে তার নিজের অফিস কক্ষের তালা ভেঙে মালপত্র বের করার চেষ্টা করছিলেন। এ সময় আমি শ্রীপুর থানায় ফোন দিই এবং চিৎকার চেঁচামেচি করি। এর পরপরই পুলিশ এসে তাকে ধরে থানায় নিয়ে যায়। তার কক্ষে জন্ম বিরতিকরণ কিছু উপকরণ পাওয়া গেছে বলে ইউসুফ আলী জানিয়েছেন।

এদিকে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা তদন্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্যামানন্দ কৃন্ডুকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঐ শিক্ষক কর্তৃৃক ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল জানিয়েছেন।

শ্রীপুর থানার অুফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, রাতের বেলা গোপনে অবৈধ ভাবে ঢুকে বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে মালামাল চুরি করার চেষ্টার অপরাধে গতকাল সোমবার থানায় এবটি মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় তাকে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়।

সার্বিক বিষয়ে মতামত জানতে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাবিনা ইয়াসমিনের মোবাইল ফোনে কল করা হলেও রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত শনিবার (১৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক কেএম রোকন-উজ-জামান ওরফে সুইট অষ্টম শ্রেনীর এক ছাত্রীর শারীরিক ও মানসিক নির্যাতন করে। এর পরদিন রোববার দুপুরে শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে এবং বিচার চেয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেয়।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031