২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাপাহারে জননিরাপত্তার স্বার্থে পুলিশের বিশেষ চেক পোস্ট পরিচালনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০১৯
সাপাহারে জননিরাপত্তার স্বার্থে পুলিশের বিশেষ চেক পোস্ট পরিচালনা

Sharing is caring!

 

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সাপাহার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষা তথা জননিরাপত্তার স্বার্থে উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গতকাল শনিবার বিকেল ৪ টা থেকে রবিবার বিকেল ৪ টা পর্যন্ত পুলিশের বিশেষ চেক পোস্ট পরিচালনা করা হচ্ছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে উপজেলা সদরের জিরোপয়েন্ট থেকে দেশের অভ্যন্তরে ছেড়ে যাওয়া সকল দুরপাল্লার যানবাহন চেকিং এর মাধ্যমে কর্মসুচী শুরু করে পুলিশ। ঐতিহাসিক দিবর দিঘী মোড়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন ও একজন এস.আই ও উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে উপ-পরিদর্শক ( এসআই) মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোষ্ট পরিচালনা করছেন। সকল প্রকার যানবাহনে তল্লাশী ও সন্দেহ ভাজন লোকজনের গতিবিধি পর্যবেক্ষন করছেন পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম প্রাকৃতিক দুুর্যোগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে গাড়ী নিয়ে ঘুরে ঘুরে ডিউটি তদারকি করছেন।
উল্লেখ্য, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলার সকল থানা এলাকায় এক যোগে এই চেকপোষ্ট চলছে।