২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে লাখ টাকার কারেন্ট জাল আগুনে পুড়লো প্রশাসন

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৩
নন্দীগ্রামে লাখ টাকার কারেন্ট জাল আগুনে পুড়লো প্রশাসন

Sharing is caring!

তানভির রহমান :বগুড়ার নন্দীগ্রামে হাট-বাজার থেকে লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া একটি কাপড়ের দোকানে ডিলিং লাইসেন্স না থাকায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার কড়ইহাটে বাজার চলাকালে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত দেখেই কারেন্ট জাল ফেলে ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। লাখ টাকা মূল্যের কারেন্ট জালগুলো জব্দ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিন সন্ধ্যায় কড়ইহাটে সাখাওয়াত হোসেনের কাপড়ের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দোকানের ডিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ব্যবসায়ীর ১০২০টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আরও চারটি কাপড়ের দোকান মালিককে কড়াভাষায় সতর্ক করাসহ ডিলিং লাইসেন্স করার পরামর্শ প্রদান করা হয়।
বিচারকের সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হাকিবুর রহমান, নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম।