৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Weekly Abhijug
প্রকাশিত মার্চ ৭, ২০২৩
নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল): টাংগাইলের নাগরপুরে বনগ্রাম দাখিল মাদ্রাসার আয়োজনে ৭ ই মার্চ উপলক্ষে ক্রীড়া প্রতিযোতিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলহাজ্ব শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান: শেখ সামছুল হক, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান কায়েম, বেগম খোদেজা মাদ্রাসার সুপার মোঃ ইব্রাহিম মিয়া, গয়হাটা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আঃ রব, ৯ নং ওয়ার্ডের মেম্বার, মোঃ বাদল খান, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ হেলাল উদ্দীনসহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক- শিক্ষার্থী শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ৭ ই মার্চ ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) ১৯ মিনিটের এক জাদুকরী ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্নে বিভোর করেছিলেন বঙ্গবন্ধু। এরপরই সশস্ত্র মুক্তিযুদ্ধ, ৯ মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়।

ওইদিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। দিনটিতে লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031