Sharing is caring!
স্টাফ রিপোর্টার: ‘সোনালী আঁশের সোনার দেশ,পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পভূক্ত পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে।
বৃহস্পতিবার(১০ নভেম্বর) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।এ ছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড.সালমা লাইজু,জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল নূর মাহমুদুন্নবী,উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী, জেলা কৃষক লীগ সভাপতি আব্দুস শহীদ প্রমুখ।
নিজের বীজ নিজে তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচিতে নেত্রকোনা সদর উপজেলার অর্ধশতাধিক পাটবীজ চাষী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে পাটের তৈরী ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়।