২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে লকডাউন অমান্য করায় তিন দিনে ৩১ মামলা, ১৭ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২১
সুন্দরগঞ্জে লকডাউন অমান্য করায় তিন দিনে ৩১ মামলা, ১৭ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

সুন্দরগঞ্জে লকডাউন অমান্য করায় তিন দিনে ৩১ মামলা, ১৭ হাজার টাকা জরিমানা

 

মো: আ: রহমান শিপন, রংপুর বিভাগীয় ব‍্যুরো প‍্রধান

লকডাউন অমান্য করায় রবিবার দুপুর পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ৩১ টি মামলা ও ১৬ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন। গত ১ জুলাই থেকে সাত দিন ব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, ও আনসার সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। হাট-বাজার, অফিস ও চিকিৎসাসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন। যৌক্তিক কারণ না পেলে জরিমানা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, গত তিন দিনে সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রতিটি এলাকায় টহল অব্যাহত রেখেছেন। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় তিনি ২০ টি মামলা ও ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আর হাসান জানান, রবিবার দুপুর পর্যন্ত তিনি ১১ টি মামলা ও ১১ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন। দোকান খোলা রাখা, মাস্ক না পরাসহ যানবাহন বের করায় এসব মামলা করা হয়।