১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

মাথাকাটা গুজবের প্রতিবাদে কুলিয়ারচরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

অভিযোগ
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
মাথাকাটা গুজবের প্রতিবাদে কুলিয়ারচরে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

 

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

দেশে অনাকাঙ্ক্ষিত খুন, ধর্ষণ, মাদক ও মাথাকাটা গুজব রটানোর প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মানববন্ধনের আহবায়ক দৈনিক মানবজমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন, কুলিয়ারচর বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান,
কুলিয়ারচর থানার উপ- পরিদর্শক মোঃ কামাল উদ্দিন, দৈনিক আজকের সারাদিন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি ফারজানা আক্তার ও স্বজন সমাবেশ সদস্য আলী হায়দার শাহীন প্রমূখ।
মানববন্ধ পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ। আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময় কুলিয়ারচর প্রতিনিধি মোঃ নাঈমুজ্জামান নাঈম।

মানববন্ধনে দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি মোঃ আনোয়ারুল হক আমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইন উদ্দিন, দৈনিক পূর্বকণ্ঠ স্টাফ রিপোর্টার শাহীন সুলতানা, সাপ্তাহিক দিনেরগান প্রতিনিধি মোঃ নাদিম, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া, পুলিশ প্রশাসনের সদস্য, শিক্ষক, সুশীল সমাজের লোকজনসহ কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন ।

দেশে ব্যাপক হারে অনাকাঙ্ক্ষিত খুন, ধর্ষণ, মাদক বৃদ্ধিসহ মাথাকাটা গুজবের প্রতিবাদ করে মানববন্ধনে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মানে মাথা লাগার গুজবে কান দিবেন না এবং এ ধরণের গুজব রটালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান তারা। এছাড়া কাউকে ছেলে ধরা সন্দেহ হলে তাকে মারধোর না করে নিকটস্থ থানা পুলিশে সোপর্দ করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031