১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মনিরামপুর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২০
মনিরামপুর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

মনিরামপুর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

 

আবদুল্লাহ আল মামুন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ১৬ দিন ব্যাপী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মণিরামপুরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাইটস যশোরের উদ্যোগে এবং সেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও আভাস এর তথ্যাবধায়নে রোববার সকাল সাড়ে ১০টায় মণিরামপুর যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে শিক্ষক, সূশীল সমাজ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, এনজিও কর্মীসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধন শেষে নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে করণীয় বিষয় নিয়ে মণিরামপুর পাবলিক লাইব্রেরীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাইব্রেরির সম্পাদক ও মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নূরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা আসীম আনন্দ দাস।

আশ্রায়নের নির্বাহী পরিচালক সুরাইয়া নারগীসের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারীনেত্রী ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা প্রণব ধর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মামুন হোসাইন সৈয়দ, কাউন্সিলর পারভীন আক্তার, সামজসেবী লাভলী পারভীন, ইউপি সদস্য রওশন আলী, রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031