১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বিশিষ্ট মডেল মসজিদের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

অভিযোগ
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯
ভোলা বোরহানউদ্দিন উপজেলায় বিশিষ্ট মডেল মসজিদের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

 

বিশেষ প্রতিনিধি :
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
একটা সময় আ’লীগ কে নিয়ে প্রগানডা ছড়ানো হয়েছে আ’লীগ সরকার ক্ষমতায় আসলে মসজিদে উলুদ্বনি হবে। যারা এ ধরনের ষড়যন্ত্র করছে আজ তাদের সেই উক্তিকে কবর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ নির্মানের ঘোষনা দিয়েছেন। তারই অংশ হিসাবে বোরহানউদ্দিন উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট মডেল মসজিদের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হল। শুক্রবার জুম্মার নামাজ শেষে আধুনিক মডেল মসজিদ উদ্বোধন কালে এসকল কথাগুলো বলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি আরোও বলেন, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ কে নিয়ে নানা রকম মিথ্যাচার করছে। সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে পদ্মা সেতুতে রক্ত মাখা মাথা লাগবে গুজব ছড়িয়ে দেশ কে অশান্ত করার চেষ্টা করছে। কারা এসকল মিথ্যা গুজব ছাড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহন করবে। এ গুজবে কান না দেয়ার জন্য সচেতনতার লক্ষে কাজ করতে হবে। কাউকে সন্দেহ হলে ৯৯৯ তে কল দিয়ে পুলিশের হাতে তুলি দিবেন। আইন কারোও হাতে তুলে নিবেন না। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় মারার ষড়যন্ত্র করা হয়েছে। গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। মহান আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন বাংলার মানুষের কল্যাণের জন্য। তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সোনার বাংলা গড়ার লক্ষে। কোন ষড়যন্ত্রই আ’লীগ সরকারের এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এসময় আরোও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ মিয়া প্রমূখ সহ উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বোরহানউদ্দিন ঈদগাহ মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031