৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামে যমুনা টিভি’র জেলা প্রতিনিধি সহ ক্যামেরা পার্সনের উপর হামলার ঘটনায় থানায় মামলার এজাহার

অভিযোগ
প্রকাশিত জুন ২২, ২০২০
কুড়িগ্রামে যমুনা টিভি’র জেলা প্রতিনিধি সহ ক্যামেরা পার্সনের উপর হামলার ঘটনায় থানায় মামলার এজাহার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখানে যমুনা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেন সহ দুই সহকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের উপর নগ্ন হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

 

গত শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ওসি এবং একই এলাকার বাসিন্দা খলিলুর রহমান ও তার গং বাহিনী এই হামলা চালায়। একইসাথে ছিনিয়ে নেয়া হয় ক্যামেরা ও মোবাইল ফোন। এই নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবসহ সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

নিন্দনীয় এ ঘটনায় খলিলুর রহমানসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২জনের নামে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করা হয়।অভিযোগে জানা যায়, যমুনা টিভি ও জাগো নিউজ২৪ডটকম’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, রেডিও চিলমারী’র জেলা প্রতিনিধি ভুবন কুমার শীল ও ক্যামেরা পারসন কবির হোসেন শনিবার সকালে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও নাজিমখান ইউনিয়নে ভাঙ্গন কবলিত তিস্তা নদীর তথ্য সংগ্রহ করতে যান।

 

সে সময় দুপুর ২টার দিকে কুড়িগ্রাম ফেরার পথে নাজিমখান ইউনিয়নের মনারকুটি মৌজাস্থ একটি ছমিলের সামনে পাকা রাস্তায় স্থানীয় লোকমুখে জানতে পারেন, একই এলাকার খলিলুর রহমান ও শামসুন্নাহার গং-এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশী বৈঠক চলছিল। সালিশ বৈঠক শেষে সকলেই রাস্তায় চলে আসে।

 

লোক সমাগম দেখে সেখানে সাংবাদিকরা দাঁড়ালে বিরোধপূর্ণ একটি পক্ষের লোকজন হঠাৎ উত্তেজিত হয়ে উঠে। এসময় আসামী খলিলুর রহমান লাভলু (৪৫) পিতা: মৃত: আব্দুল আজিজ পাটোয়ারী ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ও ক্যামেরা পারসনের দিকে মারার উদ্ধত হয়ে তাঁদের দিকে যান। আসামী খলিলুর রহমান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে রয়েছেন।

 

এসময় তার প্রত্যক্ষ মদদে অপর আসামী পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুস সালাম পঞ্চায়েতের দুই পূত্র সোহেল (৩৫) ও কোয়েল (৩৮), আফতার আলীর পূত্র আক্কাছ আলী (৩৫), রাজারহাট দলদলিয়া কাজী পাড়ার মৃত: মহুবর রহমানের পূত্র লুৎফর রহমান, রাজারহাট মনারকুটি এলাকার মৃত: জমসেদ আলীর পূত্র মাসুদ মিয়া (২৪), নাজিমখান তেলি পাড়ার করিম বকসের ছেলে রেজা (৩২) সহ অজ্ঞাত নামা ১০/১২ জন আসামী সংঘবদ্ধভাবে হাতে লাঠিসোটা, রড, ধারালো অস্ত্র নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে সাংদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়।

 

এসময় ২নং আসামী সোহেল দুই হাত দিয়ে ক্যামেরা পারসন কবির হোসেনের গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। তাকে উদ্ধার করেতে এগিয়ে আসলে সাংবাদিক নাজমুল হোসেন ও ভুবন কুমার শীলের উপর উপর আসামী ও অজ্ঞাতরা লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারতে থাকে। সেই সাথে ক্যামেরা ও মোবাইল কেড়ে নেয়। পরে সেগুলো উদ্ধার করা হলেও ২টি মেমোরী কার্ড তারা সঙ্গে রেখে দেয়। যেখানে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্যাকেজ সংরক্ষিত ছিল।

 

রোববার সন্ধ্যায় ক্যামেরা পারসন কবির হোসেন বাদি হয়ে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করেন। আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলায় বাঁধা দিতে বিভিন্ন দেনদরবারসহ আমাদের কিছুই করতে পারবে না বলে অহংকার করে বেড়াচ্ছে।

 

এ বিষয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব জানান, ঘটনাটি অত্যন্ত দু:খজনক।

 

সাংবাদিকদের উপর এ বর্বর হামলা মেনে নেয়া যায় না। হামলার শিকার সাংবাদিক ও ক্যামেরা পারসনকে নিয়ে রোববার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

 

এছাড়াও ক্যামেরা পারসন কবির হোসেন বাদি হয়ে রাজারহাট থানায় একটি এজাহার দাখিল করেছেন। আসামীদের গ্রেপ্তার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং যথোপযুক্ত শাস্তি প্রদান না হলে এ আন্দোলন চলমান থাকবে।

 

এজাহার পাওয়ার কথা স্বীকার করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031