৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শোক সংবাদ

অভিযোগ
প্রকাশিত মে ২৬, ২০২০
শোক সংবাদ

আব্দুল্লাহ আল নাঈম,পিরোজপুর প্রতিনিধি :

সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু আর নেই

 

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রধান সংগঠক, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু আর নেই।সোমবার (২৫ মে) রাত ২ টায় রাজধানীর অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

মঞ্জু’র ছোট ভাই নুরুল আলম ফরিদ জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। হৃদরোগজনিত কারণে গত ১১ মে তাকে ঢাকার অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়। গতকাল (সোমবার) রাত ২ টায় তিনি মৃত্যুবরণ করেন।

 

তিনি আওয়ামী লীগ থেকে ১৯৭০ সালে বরিশাল সদর আসনের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৭৩ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এসময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগদান করেন।

 

১৯৯৬ সালে পিরোজপুর-২ আসন থেকে বিএনপি’র টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বরিশাল শহরে বগুড়া রোড এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় বাড়ি রয়েছে। তিনি পরিবারসহ ঢাকার গুলশানে বসবাস করতেন।

 

গুলশান সোসাইটি মস‌জি‌দে আসর বাদ জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031