২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগরির আখালিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং,সোনালী আবাসিক এলাকায়

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ৩, ২০২০
নগরির আখালিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং,সোনালী আবাসিক এলাকায়

নগরির আখালিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং,সোনালী আবাসিক এলাকায়

 

 

 

সিলেট ব্যুরো প্রধানঃ- সন্ত্রাসীদের হামলা অপরাধ কান্ড ঘটিয়ে উল্টো মিথ্যা অভিযোগে হয়রানি,
সিলেট নগরির আখালিয়া সোনালী আবাসিক এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং থানায় মিথ্যা অভি্যোগের স্বীকার স্থানিয় এলাকাবাসি, জানা যায় যে গত ২৯ /০৯/২০২০ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১১.৩০ হতে ১২ ঘটিকা ওই সময় হটাত বৈদ্যুতিক সংযোগ চলে যায়, ঠিক তখনি সোনালি আবাসিক এলাকার একটি বাসায় দেশিয় অস্ত্রসহ একটি প্রাইভেট কার ও মটর সাইকেলে এসে হামলা চালায় একদল সন্ত্রাসী, প্রানভয়ে তখন ওই বাসায় বসবাসরত লোকজনের ডাকাত ডাকাত বলে চিতকার চেচামেচি শুনে এলাকার লোকজন বের হয়ে আসে, তখন সন্ত্রাসীদল পালাতে থাকে, দ্রুত পালানোর চেষ্টাকালে সন্ত্রাসী দলের একজন পড়ে গিয়ে আহত হয়, তখন ডাকাত সন্দেহে সে রাতের অন্ধকারে জনতার রোসানলের স্বীকার হয়, সন্ত্রাসীদের ব্যবহ্রত প্রাইভেট কারও ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে যানা যায় যে, ওই সন্ত্রাসী দলের একজন সোনালী আবাসিক এলাকার বাসিন্দা নাম সাইফুর রহমান সায়েফ – পিতা – শেখ আজিজুর রহমান অরফে (আরকুম শাহ) তারই প্ররোচনা এবং সহযোগিতায় এই হামলার ঘটনা ঘঠে বলে খবর পাওয়া যায়।
আরো যানা যায় যে, সাইফুর রহমান সায়েফ চুরি ছিন্তাই, চাদাবাজি, মাদক, মারামারি, খুন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। সোনালী আবাসিক এলাকার পার্শবর্তী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে
তার দারা ঘটিত এমন অনেক কর্মকাণ্ড আছে যেগুলো সায়েফের পিতা শেখ আজিজুর রহমান অত্র বিশ্ববিদ্যালয়ের একজন চাকুরীজিবী হওয়ায়
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হুশিয়ারি চুক্তি নামা সহ বিভিন্ন ভাবে নিষ্পত্তি করেন, তার এমন আচরণ দিন দিন চরমে উঠলে তার বাবা শেখ আজিজ তাকে ভিজিটে দেশের বাহিরে পাঠিয়ে দেয়, কিন্তু তার সহযোগিদের প্ররোচনায় কিছুদিন দেশের বাহিরে অবস্থান করে পুনরায় দেশে ফিরে এসে কিশোর গ্যাং নামে একটি সন্ত্রাসীদল গড়ে তুলে এবং তার অবৈধ আয়কৃত টাকা দিয়ে ওই গ্যাং পরিচালনা সহ বিভিন্ন অপরাধ মুলক কার্যক্রম চুরি, ছিন্তাই, চাদাবাজি,মাদক চালানসহ, অসামাজিক কাজ চালিয়ে যেতে থাকে, দিন দিন তার প্রকোপ বেড়েই চলছিলো, বিভিন্ন সময় বহিরাগত অন্যান্য আরো সন্ত্রাসীদের এলাকায় নিয়ে এসে আড্ডা দিত, সে গুলু এলাকাবাসি নজরে নিয়ে এলাকার শান্তুপুর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে কয়েকবার নিষেদ এবং সাবধান ও করে দিয়েছিলো, কিন্তু তাতে তার কোন বিন্দু মাত্র আচর লাগেনি বরং তার কর্মকাণ্ড আরো দিগুন করে তুলে, তারই সুত্র ধরে গত ২৯/০৯/২০২০ ইং তারিখ তারই গড়া কিশোর গ্যাং এবং বহিরাগত আরো সন্ত্রাসী দেশিয় অস্ত্রসস্ত্র সহ একি এলাকায় বসবাসরত বাসিন্দা পারভেজ মাসুম এর বাসায় হামলা করে, সাইফুর রহমান সায়েফের এমন সন্ত্রাসী মুলক, অসামাজিক, আইন বিরোধী, অসান্তিপুর্ণ কার্যকলাপে এলাকাবাসি সহ সাধারন পথচারী অতিষ্ট এবং চরম নিরাপত্তাহীনায় ভুগছেন, তার এই সকল কর্মকাণ্ডের জন্য থানায় তার নামে একাদিক মামলাও রয়েছে, বিগত কিছুদিন আগেও তার দারা ঘঠিত এমন ঘটনা সালিশির মাধ্যমে স্থানিয় এলাকার মুরব্বিগন শেষ করে দেন যার একটি নিউজ অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়,
বর্তমানে সাইফুর রহমান সায়েফের পিতা তার ছেলের এমন কর্মকান্ড দেখে নিজে গর্ভবোধ করেন এলাকায় আদিপত্ব বিস্তার সহ নানান আইন বিরোধ কার্যকলাপে ছেলেকে সহযোগিতা করেন শেখ আজিজ অরফে আরকুম শাহ, ইতমধ্যে ছেলের এমন কর্মকান্ডে বাধা নিষেধ এবং এলাকায় আড্ডাবাজির নিষেদ করলে গত ২৯/০৯/২০২০ ইং তারিখের ঘটনার সুত্র ধরে শেখ আজিজ শান্তিপ্রিয় নিরিহ মানুষ সহ স্থানিয় মুরব্বি ও আব্বাস আলী জামে মসজিদের মুতওয়াল্লি সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো অনেকের নামে সিলেট জালালাবাদ থানায় বাদি হয়ে উল্টো একটি মিথ্যা অভি্যোগ দায়ের করেন,
বর্তমানে এলাকাবাসি পুলিশি হয়রানি সহ নানান আতংকে আছেন, তার অবৈধ পথে আয়কৃত টাকা এবং অস্ত্রের কাছে এলাকাবাসী জিম্মি, প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি সাইফুর রহমান সায়েফের সন্ত্রাসী ও বিভিন্ন অসামাজিক আইন বিরোধী কর্মকাণ্ডের নজরদারি করে তার বিরোদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়া হউক এবং অবিলম্বে সায়েফের পিতা শেখ আজিজ অরফে আরকুম শাহ এর দায়েরকৃত থানায় মিথ্যা অভি্যোগ থেকে এলাকাবাসিকে রেহাই করা হউক।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30