১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

ইন্টার‌্যাক্ট ক্লাব অব শ্রীপুর এর নতুন কমিটি ঘোষণা

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
ইন্টার‌্যাক্ট ক্লাব অব শ্রীপুর এর নতুন কমিটি ঘোষণা

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-

বর্তমানে সারাবিশ্বে প্রায় ২০,৩৭২ ইন্টার‌্যাক্ট ক্লাব এবং প্রায় ৪,৬৮,৫৫৬ লাখ ইন্টার‌্যাক্ট রয়েছে। এটি ১৬২ টি দেশে কাজ করছে। যদিও রোটারি আন্তর্জাতিক মোট ২১০ টি দেশে কাজ করছে। যার ১৯৬টি দেশ স্বাধীন ও বাকিগুলো পরাধীন রাষ্ট্র। আর সর্বমোট ৪.৯মিলিয়ন সদস্য আছে। যার মধ্যে ৫ থেকে ১২ বছর আর্লিঅ্যাক্টর/রোটাকিডস, ১২-১৮ বছর ইন্টার‌্যাক্টর, ১৮ থেকে যতদিন কেউ নিজেকে তরুণ হিসেবে ভাববে রোটার‌্যাক্টর এবং যেকোনো বয়সের কেউ যদি আর্থিক ভাবে থাকে এবং রোটারিয়ান হিসেবে কাজ করতে চায় করতে পারবেন।ইন্টার‌্যাক্ট ক্লাব হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১২ থেকে ১৮ বছর বয়সী কৈশোর-কৈশোরীদের মাধ্যমে পরিচালিত এবং রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী হিসেবে কাজ করছে অক্টোবর ২৮, ১৯৬২ । গত ২৮ অক্টোবর , ২০১৯ বিশ্বের সর্ববৃহৎ কৈশোর সংগঠন হিসেবে ইন্টার‌্যাক্ট আন্দোলন পার করেছে গৌরবময় ৫৭ বছর । ১২ থেকে ১৮ বছরের কৈশোর-কৈশোরীদের এই সংগঠন এর সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। এটা সাধারনত বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত হয়। তারি ধারাবাহিকতায় ইন্টার‌্যাক্ট ক্লাব অব শ্রীপুর যাত্রা শুরু। গাজীপুরের শ্রীপুরে ইন্টার‌্যাক্ট ক্লাব অব শ্রীপুর অফিসে সদস্যদের ভোটের মধ্যমে
প্রেসিডেন্টনির্বাচিত হয়েছে জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকা শ্রীপুর উপজেলা প্রতিনিধি, বিজয় ৭১টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবুসাঈদ,
Vice Presidentমো: সাকিব মিয়া, Secretary মো: মাহমুদুল হাসান অর্নব,Join Secretary রোমান,Treasurer
নাম:মিরাজ,Club Service Director,মোঃ মারুফ হোসেন ,International service directo রোমান আকনন্দ,Community service director নাম: আবদুল্লাহ
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এমদাদুল হক, সভাপতি রোটারী ক্লাব অব শ্রীপুর, সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজইন্টার‌্যাক্ট ক্লাব অব শ্রীপুর।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031