২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাভার উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার কৃষক বন্ধু বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন

অভিযোগ
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
সাভার উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার  কৃষক বন্ধু বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন

শাহ মোঃ রেজাউল ইসলাম সাভার ঢাকা প্রতিনিধি

রবিবার ২৬/০১/২০, সকাল ১১ টায়! সাভার, উপজেলায়, ভাকুর্তা, মশুরিখোলা, হারুলিয়া! কর্মরত উপ সহকারী কৃষি অফিসার জানাব শাহ আলম ও মোঃ নাসির উদ্দীন বদলী প্রর্তাহার দাবিতে।
ভাকুর্তা ইউনিয়ন ও হারুলিয়া, মশুরিখোলা,শত শত কৃষক ও কৃষাণী, সাভার কৃষি উপজেলা কার্যালয় অফিস সামনে মানব বন্ধন করেন।
ভাকুর্তা ও হারুলিয়া, মশুরিখোলার উপসহকারী কৃষি অফিসার জানাব শাহ আলম ও মোঃ নাসির উদ্দীন এ দুজন কৃষি অফিসার কে! কৃষক কৃষাণী তাদের পাশে সব সময় পেয়ে থাকেন।
কৃষক কৃষাণী তাদের অভিযোগ আগে আনেক কৃষি অফিসার ছিলেন কিন্তু তাদের কাছে আমরা সঠিক পরামর্শ পাইনি। আমাদের শাহ আলম ভাই ও নাসির উদ্দীন ভাই কে যে কোন সময় যে কোন সমস্যা জন্য ফোন করলে তিনি আমাদের কাছে ছুটে আসতেন।
৫ বছর কৃষি বিষয়ক উন্নয়ন হয়েছে তা একমাত্র তাদের অবদান।

সাভার উপজেলা কৃষি অফিসার মোছাঃ নাজিয়া আহমেদ ! তিনি সকল কৃষকদের, বলেন আপনাদের দাবি! আমি উর্ধতন কর্মকর্তাকে শাহ আলম ও নাসির উদ্দীন বদলী প্রর্তাহার, বিষয় টি জানাবো।আপনার সকালে সুশৃঙ্খলা বজায় রাখুন।

কৃষক বদলীর বিষয় জানতে চায়! তিনি বলেন এটি সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত! তাবে আমি আপনাদের সকলের পাশে আছি থাকবো। আপনার একটি আবেদন করুন এবং সকল কৃষকদের নাম ও সাক্ষর একটি তালিকা তৈরি করুন।

একজন কৃষক বলেন!
কৃষি বিষয় সেমিনার ও কীটনাশক মুক্ত ফসল উৎপাদন চাষের জন্যে! তিনি আমাদের সকলের পাশে সব সময় ছিলেন।
বিগত ৩০ বছর এরকম কৃষি অফিসার আমরা দেখি নাই!

যে কৃষি অফিসার মাঠে গিয়ে আমাদের সঠিকভাবে ফসল চাষের নিয়ম নিয়তি জমি তৈরি ও চারা রোপণ পদ্ধতি ব্যবহার করতে হবে তা আমার শিখেছি।
সকল কৃষক কৃষাণীদের একাই প্রাণের দাবি! এ ২ জন কৃষি অফিসার বদলি প্রর্তাহার করতে হবে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30