
মোজাম্মেল হক লিটন, নোয়াখালীঃ চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ ও ২০০ অসহায় দরিদ্র ব্যক্তিদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ থানাধীন করপাড়া ডাঃ বিজয় কৃষ্ণ দাসের বাড়িতে এই কার্যক্রম সম্পন্ন হয়। কম্বল বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মির্জা, ফাউন্ডেশনের কার্যকারী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, ডাঃ নুরুল ইসলাম প্রমুখ।
অসহায় দরিদ্র ব্যক্তিদের স্বাস্থ্য সেবা প্রদান করেন চাইল্ড হেলথ্ এওয়ারনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডঃ বিজয় কৃষ্ণ দাস।