মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতালকে ১০লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছে একটিভ ফাউন্ডেশন। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে এই চেক হস্তান্তর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। চেক বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর মুজিব বাহিনীর প্রধান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যবীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী। সভায় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও সমিতির কার্যকরী কমিটির সদস্য মাহফুজুর রহমান বাহার, মিজানুর রহমান কামাল, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সমিতির সভাপতি আবু সায়েম, চাটখিল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিমা আক্তার মেরী সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া।