মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:১৭ মে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে,চাটখিল উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমুহের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চাটখিল পৌর মেয়রের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মেয়র নিজাম উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাবেক ছাত্র নেতা জসিম উদ্দিন,পৌর কাউন্সিলর মজিবুর রহমান নান্টু, নওশাদুল করিম, নুর উদ্দিন উজ্জল, ইমরুল চৌধুরী রাসেল, উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক (নাজ ফারুক), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষার। আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনা করেন জুলিয়াদুল করিম। সভাপতির বক্তব্যে মেয়র নিজাম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করবো এবং আগামী ২০৪১ সালে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি ১৯৮১ সালের আজকের এই দিনে স্বদেশে ফিরে না আসতেন, তাহলে আমরা আজকের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতাম না। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই এসব সম্ভব হচ্ছে। নিজাম উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন হতে আবারো নৌকার কান্ডারী হবেন এইচ এম ইব্রাহিম। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহ্বান জানান। বেলায়েত হোসেন তার বক্তব্য বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্মার্ট বাংলাদেশ এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ। তিনি ফিরে না এলে বাঙালির সকল স্বপ্ন অধরাই থেকে যেত এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা ব্যাহত হতো। এইচ এম ইব্রাহিম এমপির নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য, বেলায়েত হোসেন চাটখিল সোনাইমুড়ির আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।