
চাটখিল প্রেসক্লাবে স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাটখিল প্রেসক্লাব ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহ – সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক দীন মোহাম্মদ, মনির হোসেন, রহমত উল্যাহ্, জুয়েল খালেদ, সাঈদ মোহাম্মদ তুষার, মো: ইলিয়াস কাঞ্চন, এসময়ে উপস্থিত ছিলেন- দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক মো: নুর আলম, চাটখিল প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক লিটন, মো: আরিফুর রহমান, রুবেল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু নাছের মাহমুদ জুয়েল, মামুন চৌধুরী, আলমগীর হোসেন হিরু, সাইফুল ইসলাম বাবর, হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, ব্যবসায়ী মোহাম্মদ আলী মুরাদ প্রমূখ। সভা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্ম ত্যাগকারী বীর শহীদের ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজ উল্লাহ।