
নিউজ ডেস্ক:
বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন পর্যটন নগরী কক্সবাজারের ‘মোটেল উপল’ অডিটোরিয়ামে বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের আনন্দ ভ্রমন, প্রীতি সম্মেলন এবং ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শ্রী ননীগোপাল আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেসের সম্মানিত সভাপতি মহর্ষি ড. মুহাম্মদ আনিসুল হক, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব লায়ন ড. শ্রীরাম আচার্য্য, উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মিলন কুমার চক্রবর্ত্তী এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা ড. গোলাম মাওলা। সম্মেলনে কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ যোগদান করেন। দুইদিন ব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশা সদস্য ও নেতৃবৃন্দরা পারিবারিক মিলনমেলা ও আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন ।সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মহর্ষি অধ্যক্ষ ননীগোপাল আচার্য কে সভাপতি, পন্ডিত শ্রী বিজয় শর্মাকে নির্বাহী সভাপতি, জ্যোতিষ ভাষ্কর- এস. কে. আচার্য্যকে মহাসচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় মহাসচিব লায়ন ড. শ্রীরাম আচার্য্যকে প্রধান উপদেষ্টাসহ অন্যান্যদের মধ্যে তোষার দাশ দোলন,মিন্টু শর্মা সহ সভাপতি, অতিরিক্ত মহাসচিব সুব্রত আচার্য্য লিটন, যুগ্ম মহাসচিবের দায়িত্বে সুজন আচার্য্য, স্বপন মল্লিক, লায়ন শংকর আচার্য্য, রিমন মুহুরী, কৃষ্ণপদ আচার্য্য, তাপস আচার্য্য, তপন আচার্য্য, জয়দেব আচার্য্যকে অর্থ সম্পাদক, জ্যোতিষ সম্রাট সি. আর. আচার্য্যকে সাংগঠনিক সম্পাদক, সহ-অর্থ সম্পাদক কানুরাম আচার্য্য, প্রচার সম্পাদক সুজিত আচাৰ্য্য, দিজরাজ আচার্য্য, কৃষ্ণ আচার্য্য-১, বিষ্ণু কান্তি শর্মা, কৃষ্ণ আচার্য্য, জে. কে. শর্মা, রিটু আচার্য্য, অতিন্দ্রিয় আচার্য্য, প্রদীপ আচার্য্য, জুয়েল আচার্য্য, সুনির্মল আচার্য্য প্রমুখ।