
নতুন প্রজন্ম বিকশিত হোক মুক্তিযুদ্ধের চেতনায়
——————————–
স্টাফ রিপোর্টারঃ নতুন প্রজন্ম বিকশিত হোক মুক্তিযুদ্ধের চেতনায়, প্রীতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩।
উদ্বোধক: জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক কালিহাতী টাঙ্গাইল।
প্রধান অতিথি : জনাব মোল্লা আজিজুর রহমান অফিসারস ইনচার্জ বালিহাতী থানা টাঙ্গাইল।
বিশেষ অতিথি :
জনাব মোঃ তোফায়েল আহমেদ কণ্ঠশিল্পী সুরকার সংগীত পরিচালক বাংলাদেশ বেতার ও টেলিভিশন।
জনাব হামিদ আল মামুন রানা, সাংবাদিক, চিত্রশিল্পী, সাংগঠনিক সম্পাদক উদীচী শিল্পীগোষ্ঠী টাংগাইল জেলা সংসদ।
জনাব মোঃ ইতার সিদ্দিকী সাধারণ সম্পাদক কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলা শাখা টাঙ্গাইল ।
জনাব মোঃ আনিসুর রহমান কবি শিক্ষাবিদ প্রাবন্ধুনিক কালিহাতী টাঙ্গাইল ।
জনাব মোঃ শফিকুল ইসলাম প্রধান শিক্ষক ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও সভাপতি দশাকিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।
জনাব মোঃ আনোয়ার হোসেন ধর্মীয় শিক্ষক মগরা গার্লস ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ।
জনাব মোঃ মনিরুজ্জামান প্রভাষক (বাংলা)যমুনা কলেজ হাতিয়া টাঙ্গাইল ু
জনাব মোঃ আবু হানিফ প্রধান শিক্ষক আনালিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ।
জনাব মোঃ আব্দুর রাজ্জাক ইউপি সদস্য দশা কিয়া ইউনিয়ন পরিষদ।
জনাব আব্দুল খালেক মিয়া সহকারী শিক্ষক বিল ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
জনাব মোছা: ফাহিমা আক্তার ইউপি সদস্য দশাকিয়া ইউনিয়ন পরিষদ।
সভাপতি: জনাব আলহাজ্ব মোঃ মুনতানজিদ, অধ্যক্ষ যমুনা কলেজ হাতিয়া,টাঙ্গাইল।
সঞ্চালনায়: জনাব আরিফ আহমেদ আবৃত্তি ও সঙ্গীত শিল্পী বাংলাদেশ টেলিভিশন ও নির্বাহী সদস্য যমুনা সাংস্কৃতিক সংগঠন।
আয়োজনে: আলোকিত মানুষ আলোকিত পৃথিবী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও যমুনা সাংস্কৃতিক সংগঠন।
বর্তমান প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হতে পারে ভবিষ্যৎ সমাজের অবদান রাখতে পারে, এবং সমাজে যারা অবহেলিত আছে অথচ তারা সমাজের উন্নয়নের ক্ষেত্রে নীরবে অনেক কাজ করে যায় এই গুণী ব্যক্তিদের সম্মানে ভূষিত করে কিছুটা অবদান সংগঠনের মাধ্যমে রাখতে চায়।
আজকের এই সাংগঠনিক চিন্তা চেতনা ভবিষ্যৎ যারা থাকবেন তারা হয়তো এই আলোর পথেই এগুবেন এই প্রতিপাদ্য নিয়েই আজকের এই অনুষ্ঠান।