
টাঙ্গাইল সদরে ৮০০০(আট হাজার)টাকার জাল নোট সহ গ্রেফতার-১।
——————————
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল সদরে ৮০০০(আট হাজার) টাকার জাল নোট সহ গ্রেফতার-১,জনাব মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম,অফিসার, ইনচার্জ, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইলের ওসি সাহেবের নির্দেশে এসআই /মোঃ রফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল-১১ডিউটি করা কালীন সময়ে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি রোদকল্পেবিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারিখ ১৭/৩/২০২৩ খ্রিঃ সকাল অনুমানিক ১০ঃ২০ ঘটিকার সময় টাঙ্গাইল সদর থানাধীন কাগমারা সাকিনস্হ ক্লাব রোড সংলগ্ন জনৈক হাফেজ আব্দুল আলিম এর মুদি দোকানের সামনে একজন ব্যক্তিকে জাল টাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃআলহাজ আকন্দ (২৪),পিতা মোঃ জয়নার আবেদীন,সাং আকুর টাকুর পারা (বড় আকুর টাকুর পারা),থানা ও জেলা টাঙ্গাইল, এবং তাহার হেফাজত হইতে জব্দ তালিকা মূলে ০৮ (আট) টি বাংলাদেশী ১০০০/-(এক হাজার টাকার জাল নোট) ও ০১ টি কালো কপার সহ ধারালো ছোরা উদ্ধার করা হয়।তাহার সুনিদিষ্ট কোন পেশা নাই। ডাকাতি ও ছিনতাই করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকে।উক্ত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ক- এর (খ)ধারায় অপরাধ করায় টাঙ্গাইল সদর মামলা নং ২৫ তারিখ ১৭/৩/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫- ক এর (খ) রুজু করা হইয়াছে।গ্রেফতারকৃত আসামীকে ০৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সপোর্দ্দ করা হয়। এতে এলাকার জন-সাধারনের মাঝে স্বস্তি বিরাজ করে।