
বঙ্গবন্ধুর সমাধিতে বিএনসিসির শ্রদ্ধা নিবেদন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি: জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি) শ্রদ্ধা নিবেদন করেছে।
শুক্রবার বিকেলে বিএনসিসির পক্ষে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট অ্যাডজুটান্ট মেজর পলাশ কুমার বিশ্বাসের উপস্থিতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময়ে সংশ্লিষ্ট রেজিমেন্টের প্লাটুন আন্ডার অফিসারেরা, প্রশিক্ষকবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাডেটবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
পরে মেজর পলাশ কুমার বিশ্বাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।