
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলার শাখার নবনির্মিত ভবনে সমিতির অফিস উদ্বোধন করেন। চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবিএম জিল্লুর রহমান সুজনের পরিচালনা অফিসে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, শিক্ষক সমিতির নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভূঁইয়া সুজন ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। উদ্বোধনী অনুষ্ঠানে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান, চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, সমিতির নেতৃবৃন্দ সহ শিক্ষক -শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন সার্বিক ভাবে সহযোগিতা করে আসছেন। তিনি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কে আরো বেশি ভূমিকা রাখার জন্য আহবান জানান। সভা শেষে তিনি সমিতির কার্যালয়ের উন্নয়নের জন্য তার ব্যক্তিগত প্রতিষ্ঠান একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লাখ টাকার চেক সমিতির নেতৃবৃন্দের হাতে তুলে দেন।