
টাংগাইলের নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করলেন উপজেলা প্রশাসন
মোঃ শফিকুল ইসলাম সবুজঃ টাংগাইলের নাগরপুরে উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স বিহীন, রেজিষ্ট্রেশন বিহীন এবং অবৈধভাবে গাড়ী পার্কিং এর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নাগরপুর উপজেলা প্রশাসন । মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে নাগরপুর সদর বেবি স্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান । এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ ইকবাল হোসেন, বাজার বনিক সমিতির আহবায়ক মোঃ হাবিবুর রহমান লিটনসহ আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন,উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন বিহীন অবৈধভাবে গাড়ী পার্কিং এর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ছে। এবং মোট ১১টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা বলেন, নাগরপুরে সদরে এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।