
চাটখিলে গাছকাটার দায় এড়াতে প্রতিপক্ষের বিরুদ্বে মিথ্যা অভিযোগ
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার নারায়নপুর কুরি বাড়ীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে বাগানের অর্ধলক্ষ টাকা মূল্যের ফলফলাদি গাছপালা কেটে নিধনের দায় এড়াতে খাদিজা আক্তার কলি (২৬) নিজেই তার প্রতিপক্ষের বিরুদ্বে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তার ভাসুর জাকির হোসেন স্বপন ও জ্যা আরশে জাহান আর্থী কে বিবাদী করেন। ঘটনার পর গাছপালা নিধনের অভিযোগে আরশে জাহান আর্থী বাদী হয়ে খাজিদা আক্তার কলি’র বিরুদ্বে থানায় গতকাল শনিবার সন্ধ্যায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
ঐ অভিযোগে জানা যায়, কলি গত বৃহস্পতিবার সন্ধ্যায় আর্থীর ভোগদখলীয় বাগানের ফলফলাদি গাছপালা কেটে নষ্ট করে। এতে আর্থী ও তার স্বামী জাকির হোসেন স্বপন বাধা দিলে কলি সন্ত্রাসী ভাড়া করে তাদের হত্যার ও নারী নির্যাতন মামলা দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে কলি নিজে অপরাধ থেকে বাচঁতে থানায় গিয়ে জাকির হোসেন স্বপন ও তার স্ত্রী আরশে জাহান আর্থীর নামে মিথ্যা অভিযোগ দায়ের করে।
এব্যাপারে উভয় পক্ষের অভিযোগের তদন্ত কর্মকর্তা চাটখিল থানার উপ-পরিদর্শক আবুল খায়েরের সঙ্গে রোববার সকালে যোগাযোগ করলে তিনি পাল্টাপাল্টি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, খাদিজা আক্তার কলির অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। তবে আরশে জাহান আর্থীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বাগানের গাছপালা কেটে বিনষ্ট করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।