৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

সাংবাদিক তুহিন খন্দকারের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

অভিযোগ
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৩
সাংবাদিক তুহিন খন্দকারের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন

 

মোঃ রাকিব হোসেন,ভোলাঃ– ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল তিনটায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ৩০শে ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ভূমিদস্যু একটি বাহিনী দ্বারা সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিক হামলার স্বীকার হয়।

এই ঘটনায় প্রথমে বোরহানউদ্দিন থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দিতে গেলে ওসি মনিরুল ইসলাম মামলা না নেওয়ায় ভোলার কোর্টে একটি মামলা করেন তুহিন খন্দকার। যার মামলা নং এমপি ৩/২৩ মামলাটি ভোলা ডিবি পুলিশ কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

মানববন্ধনে ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, কোষাধ্যক্ষ এইচ এম জাকির, মনসুর আলম, আশিকুর রহমান শান্ত, মোঃ সোহেল, হাসনাইন আহমেদ, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহিদুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সোহেল, বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ. এম.এরশাদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, হেলাল উদ্দিন নয়ন, রিয়াজ ফরাজী, মঞ্জু, শামীম, বিল্লাল, হাসান, রাকিব, মাসুদ রানা, এইচএম মোর্শেদ, হুমায়ুন, সমাজ কর্মী মোশাররফ অমি, সাংবাদিক ইয়ামিন হোসেন, মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক ঐক্য ফোর ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইমন, নিয়াজ মাহমুদ জয়, মো. জুযেল প্রমুখ।

এ ছাড়া জেলা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন খন্দকারের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা না নেওয়ায় বোরহানউদ্দিন থানার ওসির কঠোর সমালোচনা করেন এবং ভোলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ভোলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ: গত ৩০শে ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ভূমিদস্যু একটি বাহিনী সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিক হামলা করেন।

Please Share This Post in Your Social Media
June 2023
T W T F S S M
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930