২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

“আকুতি আমার” দুখী মাসুদ

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২২
“আকুতি আমার” দুখী মাসুদ

“আকুতি আমার”

দুখী মাসুদ 

হে ! জাতির জনক তুমি কোথায়

ওঠে এসো আর একবার।

তোমার চিরনিদ্রায় আজ আমাদের বিভেক বিকশিত প্রায়।

তুমি কোথায় ওঠে এসো আর একবার।।

দেখে যাও তোমার রেখে যাওয়া বাংলায় আজ হিংস্র শুকুনের দাপাদাপি

ওরা জীবিত মানবের মাংস খেতে চায়। ওরা কথায় কথায় বাংলাকে পুড়াতে চায় কিন্তু পুড়িতে চায় না।

ওরা ধর্মকে পুজি করে বিভেকের বিষ ছুরে

রোজিতেছে বিলাসিত আহার।

ওরা মানুষ না পশু

আজ আর কেউ নেই তাহা যাচিবার।

তুমি কোথায় ওঠে এসো আর একবার।।

 তোমার আর্দশ্যের সৈনিক যারা

বিভেকের পেচে পড়ে দিশেহারা

ভিতরে করুণ চাপা কান্না

শুকিয়ে যাওয়া,বোবা মরা নদীর মত ক্ষত বিক্ষত।

আর ওদের চোখে মুখে লালসার লেলিহান

শিকল ছেড়া কয়েদী ডাকাতের মত। ওদের মুখে শুধু ইমানি জুশ

 ভিতরে হিংসার দানবি হুংকার

ওরা তুফানি বয়ান করে ইসলামী বিধান ছেরে

তোমার শান্তি নিকেতনে চায় আগুন জ্বালিবার।

বাংলা তোমার মায়া কাটাতে পারনি

 হে ! বঙ্গবীর তুমি কোথায় ওঠে এসো আর একবার।।

ওরা আজ ভুলে গেছে তোমার সেই আকুতি

উদ্যানে দাঁড়িয়ে বলেছিলে তুমি সকলের প্রতি।

বিভেদে নয়,যদি করিতে চাও জয়

মনে রেখো নিশ্চই পরিচয় একটাই সকলেই মানুষের জাতি।

তাইতো বলি, এবাণী তোমার ভুলিবার নয় এবাণী তোমার চিরঅম্লান চিরঅক্ষয়।

ওরা বুঝবে না

কারণ ! ওরা মসজিদের মিনারে মুয়াজ্জিমের আযানের সুরে

হাক দিয়ে রাজপথ ঘিরে

জুলিতে পুজি করে সীমারি খন্জর।

ওরা বোকা,ওরা বরবর ওরা বুঝে না বুঝায়

ওদের মাপিয়া অন্তর।

আজ আর কেউ নাই এদের বুঝাবার

 হে! দুর্দিনের কান্ডারী বাংলা তোমায় ডাকছে

তুমি কোথায় ওঠে এসো আর একবার।।

হায়রে মানুষ আর কবে হবে হুশ

কবে বুঝবে কোনটা গুন, কোনটা দুষ। কবে বুঝবে কে তোমার, তুমি কার

কবে বুঝবে এ এবাদত সবি যারতার। তাইতো বলি এ ঘোর কলি

 চল ঐ পথে চলি,ভেদাভেদ ভুলি।

যে পথে গিয়াছেন রাসুল (সা:) আল্লাহর ওলী।

যে রাসুল( সা:) নিজে,জন্ম ভুমি ভজে করেছন ধর্মপ্রচার

তবু জন্ম ভুমির ক্ষতি বিন্দু মাত্রও চাননি একবার।

তোমরা কারা?

তোমরা কি ঐ পথের অনুসারি

গ্রন্হ খুলে দেখ ঘুচিবে অধার।

মনে রেখো এদেশ শহীদদের রক্তের দামে কিনা

বৃথা যেতে দেব না

এ আমার জাতির জনকের অঙ্গীকার আমার গর্ব,আমার অহংকার।

তাইতো বলি হে ! জাতীরজনক

 তোমার আর্দশের অনুসারি সৈনিকদের মাঝে

ওঠে এসো আর একবার।।

Please Share This Post in Your Social Media
July 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।