
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা। ইতোমধ্যে প্রিয় দলগুলো নিয়ে সমর্থকদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। শহর, গ্রামে, পথে-ঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। তারই অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল উপজেলা আর্জেন্টিনার সমর্থকরা প্রায় এক হাজার সমর্থক নিয়ে বিশাল মিছিল শোডাউন করে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে আর্জেন্টিনার সমর্থক তরুণদের উদ্যোগে ১৫০ ফুট পতাকা নিয়ে আনন্দ মিছিলটি চাটখিল উপজেলা মেইন সড়ক প্রদিক্ষন করে, চাটখিল বাজার ঘুরে পেট্রোল পাম্পে এসে শেষ হয়। আর্জেন্টিনার সমর্থক ও ভক্তরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে অংশ নেয় মিছিলে। সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির স্লোগান।
রিপন চন্দ্র বর্ধান বলেন,আমাদের নিজের দেশ বিশ্বকাপে অংশ নিতে পারেনি। তাই আমরা আর্জেন্টিনা দলের সমর্থন করছি এবং প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলটি করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই বিশ্বকাপটি খুব স্পেশাল।