
সিলেট শাহপরান এলাকায় বখাটে রিযাজ(২৪) নামের এক বখাটে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গিয়েছে। বখাটে রিয়াজ সিলেট হাতুড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।এব্যাপারে শাহপরান থানায় ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানাযায়, সিলেট ইউনাইটেড মডেল কলেজের একাদশ শ্রেণীর ঝাত্রী(১৭) কলেজে আসা যাওয়ার সময় শাহপরান থানার থানার হাতুড়া এলাকার শাহাব উদ্দনের ছেলে বখাটে রিয়াজ উত্যক্ত করতো। গত ১৩ আগষ্ট রিয়াজ ৪/৫জন বখাটে সঙ্গী নিয়ে চুয়াবহর বটেশ্বর মক্কা জামে মসজিদের পাশে ছাত্রীটির সাথে অশালীন আচরন করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটির চিৎকারে এলাকার মানুষ এগিয়ে এলে রিয়াজ ও তার সঙ্গীরা পালিয়ে যায়। রিয়াজ পুর্বেও চুরি ছিনতাই সহ মেয়েদেরে উত্যক্ত করে আসছে। এঘটনার পর থেকে ছাত্রীটির পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। রিয়াজের ভয়ে ছাত্রীটি কলেজে যেতে ভয় পাচ্ছে বলে জানিয়েছেন তার পরিবার।