২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মোংলার মানুষের নমুনা সংগ্রহে পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০
মোংলার মানুষের নমুনা সংগ্রহে পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান না থাকায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এখনও পর্যন্ত

মোংলার মানুষের নমুনা সংগ্রহে পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক–

 

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি

করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোংলার সাধারণ মানুষের পাশে রয়েছে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান না থাকায় করোনার শুরুতেই বেকায়দায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু তখনই সেবার হাত বাড়িয়ে দেন ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিক। ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মো: নাহিদুজ্জামান জীবনের ঝুঁকি নিয়েই শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহের কাজ। সেই শুরু থেকেই এখন পর্যন্ত নমুনা সংগ্রহের কাজ করে চলেছেন নাহিদুজ্জামান।

নাহিদুজ্জামান এ পর্যন্ত মোংলাসহ আশপাশ এলাকা থেকে আসা ৫৩০ জনের নমুনা সংগ্রহ করেছেন।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তা পাঠিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে। এ পর্যন্ত ৫৩০ জনের নমুনা সংগ্রহের মধ্যে ৯৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। তবে সম্প্রতি কমেছে নমুনা সংগ্রহের সংখ্যা। তাই সনাক্তের সংখ্যাও কম। গত দেড় মাসে কোন করোনা পজেটিভ রিপোর্ট আসেনি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস বলেন, হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান নেই। তাই নমুনা সংগ্রহের ক্ষেত্রে ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট মো: নাহিদুজ্জামান আমাদেরকে সহযোগীতা করে যাচ্ছেন।

যা এ এলাকার সাধারণ মানুষের জন্য ফ্রেন্ডশীপের অভূতপূর্ব সহায়তা।

ফ্রেন্ডশীপ হেলথ ক্লিনিকের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মো: নাহিদুজ্জামান বলেন, আমাদের কাজই মানুষকে কোন না কোনভাবেই সেবা দান করা। সেই সেবার কথা চিন্তা করেই করোনার মত মহামারীর মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়েই এ কাজটি আমি করে যাচ্ছি।

যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত ফ্রেন্ডশীপের পক্ষ থেকে আমাদের এ নমুনা সংগ্রহ কার্যক্রমের সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media
July 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।