১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টাংগাইলে- ৬ আসনে আহসানুল ইসলাম টিটু তৃতীয়বার নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় আনন্দ মিছিল করেছে গয়হাটা ইউনিয়নসহ ২০টি ইউনিয়ন আওয়ামীলীগ

Weekly Abhijug
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৩
টাংগাইলে- ৬ আসনে আহসানুল ইসলাম টিটু তৃতীয়বার নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় আনন্দ মিছিল করেছে গয়হাটা ইউনিয়নসহ ২০টি ইউনিয়ন আওয়ামীলীগ

মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাংগাইল)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে আহসানুল ইসলাম টিটু নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় নিজ ইউনিয়ন গয়হাটা সহ টাংগাইল -৬ আসনের ২০ টি ইউনিয়নে আনন্দ মিছিল করেছে।
(নাগরপুর-দেলদুয়ার) আসনে মনোনয়ন তৃতীয়বার ১৬ জন প্রার্থীকে টপকে পুনরায় নৌকা মনোনয়ন পেল আহসানুল ইসলাম টিটু। রবিবার (২৬ নভেম্বর) সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা ৯ ধানমন্ডি মোঃ পুর আসনের (সাবেক) সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের পুত্র।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হয়ে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রী আমাকে নৌকার প্রতীক দিয়ে পুনরায় আমার উপর আস্থা রেখেছেন। নাগরপুর-দেলদুয়ারের প্রতিটি মানুষের কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

এদিকে, দলীয় মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল শুরু করে দুই উপজেলার ২০টি ইউনিয়নের নেতাকর্মীরাসহ সাধারণ ভোটার গণ মিছিলে অংশ গহন করে। এসময় গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগর উদ্যোগে নেতাকর্মীরা এমপি নিজ বাড়ীতে জমায়েত হয়ে, দোয়া ও মোনাজাতের পর গয়হাটায় আনন্দ মিছিল করে। একই সাথে আহসানুল ইসলাম টিটু এমপি কে অভিনন্দন জানিয়ে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা সকল ওয়ার্ড পর্যায়ে আনন্দ মিছিল করে।

উল্লেখঃ ১৩৫, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে এবার মোট ১৭ জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media
September 2024
T W T F S S M
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930