
আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীন হয়েছে দেশ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশের যত উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। দেশের জনগণের দুর্দশা লা ঘুমের জন্য ১৪৩ টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য,শেখ হাসিনার সরকার বারবার দরকার। গণতন্ত্র ও উন্নয়ন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা সরকার।নোয়াখালীর সোনাইমুড়ীতে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বললেন,প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের প্রতিষ্ঠিত ওহাব তৈয়ুবা ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর পক্ষ থেকে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৯ মার্চ) সকালে সোনাইমুড়ী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সোনাইমুড়ী-চাটখিলের ৪ হাজার মানুষের মাঝে এ টিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ১ আসনের সাংসদ এইচ. এম. ইব্রাহিম, সোনাইমুড়ী পৌর মেয়র নুরুল হক চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুল রহমান ভিপি বাহার, নোয়াখালী জেলা সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল হক।