মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: ২১ আগস্ট ২০০৪ সালে সংঘটিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে চাটখিল উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাটখিল পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি শাহাজান খান বাবুল প্রমূখ। সমাবেশে বক্তারা ২১ আগস্ট ইতিহাসের নেক্কারজনক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার কার্য শেষ করার দাবী জানান।সমাবেশে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ ও সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর সহ উপজেলা পৌর শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশ সংঘটিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪জন নিহত ও শত-শত নেতাকর্মী আহত হয়।